Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশেদ খান মেনন ও মমতাজের ব্যাংক হিসাব জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ১৫:১৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৩১

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে এই দুই সংসদ সদস্যের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও তাদের নামে ব্যাংকে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহার করতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৪ অক্টোবর) ব্যাংলাদেশ ব্যাকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। বিএফআইই সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, রাশেদ খান মেনন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং মমতাজ বেগম ও তার স্থার্থ-সংশ্রষ্ট ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী দুই দিনের বিএফআইইউ‘তে পাঠাতে বলা হয়েছে।

সারাবাংলা/জিএস/ইআ

ব্যাংক হিসাব জব্দ মমতাজ বেগম রাশেদ খান মেনন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর