Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিপিএল ড্রাফটে কে কোন দলে

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৪ ১৩:০৬ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১৬:৪১

২০২৫ বিপিএলকে সামনে রেখে আজ ঢাকার সোনারগাঁও হোটেলে চলছে ক্রিকেটারদের দলে ভেড়ানোর লড়াই। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে একে একে দেশি-বিদেশি ক্রিকেটার দলে নিচ্ছেন ৭ ফ্র্যাঞ্চাইজির মালিকরা। চলুন দেখে নেওয়া যাক এখন পর্যন্ত কোন ক্রিকেটার কোন দল পেলেন।

বিপিএলের এবারের ড্রাফটে বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে দেশি-বিদেশি ক্রিকেটারদের। মোট ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে দেশি ক্রিকেটারদের। ‘এ’ ক্যাটাগরিতে আছেন ১২ ক্রিকেটার, তারা পাবেন ৬০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরিতে পাচ্ছেন ৪০ লাখ, ‘সি’তে ২৫ লাখ, ‘ডি’তে ২০ লাখ, ‘ই’তে ১৫ লাখ ও ‘এফ’তে ১০ লাখ টাকা।

বিজ্ঞাপন

ড্রাফটের আগেই বেশ কিছু ক্রিকেটারকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এছাড়াও সরাসরি চুক্তিতেও ক্রিকেটারদের দলে ভিড়িয়েছেন তারা। চট্টগ্রাম দলে নিয়েছে সাকিব আল হাসান ও শরীফুল ইসলামকে। ঢাকা নিয়েছে মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসানকে, বরিশাল নিয়েছে তাওহিদ হৃদয়কে, সিলেট নিয়েছে জাকের আলিকে, খুলনা নিয়েছে মেহেদি মিরাজকে, রংপুর নিয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে, রাজশাহী নিয়েছে এনামুল হককে।

ড্রাফটের প্রথম রাউন্ডের পর রাজশাহী নিয়েছে তাসকিন আহমেদ, জিশান আলম, ইয়াসির আলী, সাব্বির হোসেনদের। ঢাকায় এসেছেন লিটন দাস, হাবিবুর রহমান, মুকিদুল ইসলাম, আবু জায়েদ। চট্টগ্রাম কিনেছে শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলামকে। খুলনা কিনেছে হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলামকে। রংপুরে গেছেন নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান। সিলেটে এসেছেন রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল আমিন হোসেন, আরাফাত সানি। বরিশাল নিয়েছে মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডলকে।

বিজ্ঞাপন

প্রথম রাউন্ডে দুইজন করে বিদেশি ক্রিকেটার নেওয়ার সুযোগ ছিল। ঢাকা কিনেছে সাইম আইয়ুব, আমির হামজাকে, রংপুরে এসেছেন আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার। খুলনা কিনেছে মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরিকে। বরিশালে এসেছেন জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা। চট্টগ্রাম কিনেছে গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেলকে। রাজশাহীর হয়ে খেলবেন সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

সারাবাংলা/এসএইচএস/ এফএম

বিপিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর