Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগে বার্সার মুখোমুখি হতে চান না গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২৪ ১২:১৯

বার্সেলোনার কোচ হিসেবে সাফল্যের সুবাদেই ফুটবল বিশ্বে নাম ছড়িয়েছিল তার। পেপ গার্দিওলা কাতালানদের হয়ে জিতেছেন সবকিছুই। বার্সার প্রতি আবেগের বিষয়টি বহুবার নিজেই প্রকাশ করেছেন। এবার গার্দিওলা বলছেন, চ্যাম্পিয়নস লিগে কখনোই বার্সার মুখোমুখি হতে চান না তিনি।

খেলোয়াড় ও কোচ হিসেবে বার্সেলোনার সাথে গার্দিওলার সম্পর্কটা বেশ গভীর। ফুটবলার হিসেবে লম্বা একটা সময় খেলেছেন এই ক্লাবে। অবসরের পর বার্সায় এসেছেন কোচ হিসেবে। দায়িত্ব নেওয়ার পর ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত দুইবার বার্সাকে চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছেন পেপ, জিতেছেন লা লিগাসহ আরও বহু শিরোপা।

বিজ্ঞাপন

বার্সা ছাড়া পর পরবর্তীতে বায়ার্ন ও ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে বার্সার মুখোমুখি হয়েছেন তিনি। বেশিরভাগ ম্যাচ হারলেও কিছু ম্যাচে বার্সাকে হারানোর স্বাদও পেয়েছেন গার্দিওলা।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বলছেন, চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে বার্সার মুখোমুখি হতে চান না তিনি, ‘আমি বার্সার মুখোমুখি হতে চাই না। এই ক্লাবের সাথে আমার সম্পর্কটা অন্যরকম। তাই তাদের বিপক্ষে খেলতে নামলে আমার মনটা ভেঙে যায়।’

সারাবাংলা/এফএম

পেপ গার্দিওলা বার্সেলোনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর