Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যা পরবর্তী পুনর্বাসনে মানুষের পাশে ‘চেষ্টা’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৪ ২১:৫২

ঢাকা: ফেনীতে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে গৃহস্থালী সামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘চেষ্টা’।

সম্প্রতি ফেনীর হরিরামপুর এলাকায় বেশকিছু পরিবারের হাতে এই গৃহস্থালী সামগ্রী তুলে দেওয়া হয়। ‘চেষ্টা’র প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন এই সামগ্রী তুলে দেন। গৃহস্থালী সামগ্রীর মধ্যে ছিল তোষক, হাড়ি-পাতিল ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সেক্রেটারি গুলশান নাসরীন চৌধুরী, দফতর সম্পাদক সাকেরা খানম, ট্রেজারার সারমিন রীনা, সাংগঠনিক সম্পাদক কানিজ মাহমুদ, প্রচার সম্পাদক নাসিমা জামান, সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা সুলতানা ও সদস্য দিলরুবা মাহমুদ, শাহানাজ মান্নান ও ইরিন আক্তার।

উল্লেখ্য, চেষ্টা নিজস্ব অর্থায়নে চট্টগ্রামের মিরসরাইয়ে হাজিসরাই গ্রামে একটা প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করছে। সংগঠনের নেতারা সেই স্কুলের নির্মাণ কাজও পরিদর্শন করেছেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

গৃহস্থালী সামগ্রী চেষ্টা বন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর