Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেবাচিম অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৪ ২০:৫২ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২০

বরিশাল: জেলার শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. ইমরুল কায়েসকে।

কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় কমিশনারের প্রতিনিধি, জেলা প্রশাসকের প্রতিনিধি, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। আগামী তিন কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, ‘অনুমান নির্ভর কারণ বলা সম্ভব না। কমিটি প্রতিবেদন দিলেই জানা যাবে কেন এই ঘটনা ঘটলো।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কেউ মারা গেছে বলে জানা যায়নি। তবে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।’

এদিকে ঘটনার পরপরই মেডিসিন ইউনিট পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল। পরিদর্শন শেষে তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো তথ্য আমাদের কাছে নেই। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গেই রোগীর স্বজন, চিকিৎসক, নার্স ও স্টাফরা পরস্পরের সহায়তায় রোগীদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হন।’

প্রসঙ্গত, রোববার সকাল সোয়া ৯টার দিকে মেডিসিন ভবনের পিছনে একটি বৈদ্যুতিক তারে আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের স্টোর রুমে সংরক্ষণ করা তুলা, গজ কাপড়, ফোম ও মার্কিন কাপড়ে। এ সময় পাঁচতলা বিশিষ্ট পুরো মেডিসিন ভবন জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। সেসময় যে যেভাবে পারছে আগুন নিভাতে ও আটকে পড়া রোগীদের উদ্ধারে সহায়তা করে। অগ্নিকাণ্ডের পর রোগী ও স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা হাসপাতাল ভবনের ওপর তলায় থাকা রোগীদের উদ্ধার করে মূল ভবনে স্থানান্তর করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

অগ্নিকাণ্ড শেবাচিম

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর