গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, স্কুলশিক্ষক নিহত
১৩ অক্টোবর ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২০
গাইবান্ধা: জেলার সাঘাটা উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু সাঈদ (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী মোর্শেদা বেগম (৪৫) আহত হয়েছেন।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে গাইবান্ধা-সাঘাটা সড়কে উপজেলার ভরতখালি ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু সাঈদ ভরতখালী ইউনিয়নের উত্তর উল্যা গ্রামের জমির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাজেফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২ টার দিকে ওই দম্পতি বাড়ি থেকে মোটরসাইকলে চালিয়ে গাইবান্ধা যাচ্ছিলেন। পথে ভাঙ্গামোড় এলাকায় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক আবু সাঈদসহ স্ত্রী মোর্শেদা গুরুতর আহত হন।
তিনি আরও জানান, তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/পিটিএম