Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তানোরে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৪ ১৪:১২

প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর তানোরে আবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কৃষক আবুল হোসেন  তানোর উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে।

ওসি বলেন, পারিবারিক কলেহের জের ধরে ওই কৃষক আত্নহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিন থেকে তিনি অবসাদে ভুগছিলেন। সকালে বাড়ির পাশে আমগাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আরও খোঁজখবর নিচ্ছি।’

সারাবাংলা/এসআর

কৃষক মরদেহ উদ্ধার রাজশাহীর তানোর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর