Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সেনাবাহিনী-পুলিশ দিয়ে উৎসব পালন করতে চাই না’

সারাবাংলা ডেস্ক
১৩ অক্টোবর ২০২৪ ০০:৩৮ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ০৮:২৪

ফাইল ছবি: ড. মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন সমাজ চাই না, যেখানে সেনাবাহিনী ও পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। এ সরকার এমন বাংলাদেশে গঠন করতে চায়, যেখানে সব সম্প্রদায় ও নাগরিকের সমান অধিকার থাকবে।

শনিবার (১২ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবল্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘নিজেদের মনে করিয়ে দেই, সেনাবাহিনীকে দিয়ে, পুলিশকে দিয়ে, র‌্যাবকে দিয়ে আমাদের আনন্দ, উৎসব করার আয়োজন করতে যাওয়াটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে আমরা গ্রহণ করেছি, এটা আমাদের ব্যর্থতা।’

তিনি বলেন, ‘আমরা সমাজটাকে এমনভাবে গড়ে তুলতে পারি নাই যে, কোনো জায়গায় একটা অংশ আনন্দ-উৎসব করবে, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে আনন্দ উৎসব করব। এরকম সমাজকে নিয়ে আমরা কী করব? এরকম সমাজ কি আমরা চাই। আমরা এরকম সমাজ চাই না।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘সমাজের যেকোনো অংশ উৎসব করবে, আমরা সবাই মিলে সেখানে শরিক হব। তারা যেন নির্বিঘ্নে, আনন্দসহকারে উৎসব করতে পারে। তারা নিজেরা এই আনন্দে অংশ নেবে এটাই তো হওয়ার কথা। কিন্তু আমরা সেটা করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘এই যে আমরা আপনাদের শান্তিশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আপনাদের উৎসবের সুযোগ করে দিলাম। এটা যেন ভবিষ্যতে আর কখনো করতে না হয়, সে জন্য আমরা একযোগে কাজ করব।’

ড. ইউনূস বলেন, ‘আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশে নাগরিক তাদের সমান অধিকার পাবে।’

সারাবাংলা/পিটিএম

ড. মুহাম্মদ ইউনূস ঢাকেশ্বরী মন্দির দুর্গাপূজা প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর