‘আওয়ামী লীগের দুর্নীতিবাজরা বাজার অস্থির করছে’
১২ অক্টোবর ২০২৪ ১৮:২৫ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৮:৪৬
ঢাকা: আওয়ামী লীগের দুর্নীতিবাজরা বাজার অস্থির করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ সত্যের শক্তি’ আয়োজিত নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আওয়ামী লীগের দুর্নীতিবাজরা দেশে অস্থিরতা চালাচ্ছে। তারাই বাজার অস্থির করছে। সচিবালয় ও প্রশাসন থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের বের করতে না পারলে এ অস্থিরতা দূর হবে না, সরকারের সফলতা আসবে না।’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দ্রুত একটি সমাধানে আসা উচিত। তা না হলে মানুষের মঈনুদ্দিন-ফখরুদ্দীনের কথা মনে পড়ে যাবে। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় উদ্যোগী হবে। এতে করে, তার প্রতি এ দেশের মানুষের যে সম্মান, শ্রদ্ধা, সেটা অক্ষুন্ন থাকবে।’
ভারতের সঙ্গে শেখ হাসিনার সব চুক্তি জনগণের সামনে উন্মোচন করার দাবি জানিয়ে ফারুক বলেন, ‘বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো অবিলম্বে জনগণের সামনে উন্মোচন করার জন্য বর্তমান সরকারকে আমরা বিনয়ের সঙ্গে আহ্বান জানাচ্ছি। কারণ জনগণের অধিকার আছে সব সরকারের আমলে করা বৈদিশক চুক্তিগুলো বিস্তারিত জানার।’
সারাবাংলা/এজেড/এসডব্লিউআর