Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর অব্যাহিত সুবিধা পেল গ্রামীণ ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৪ ১৫:৫৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৬:০৩

ঢাকা: আগামী ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি সুবিধা পেল ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত নোবেল জয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। এর মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংক প্রায় চার বছর পর আয়করমুক্ত সুবিধা ফিরে পেল। গত ২০২১ সালের ১ জানুয়ারি কর অব্যাহতি সুবিধা বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী সরকার। একইসঙ্গে অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনকেও কর অব্যাহতির সুযোগ দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার।

বিজ্ঞাপন

গ্রামীণ ব্যাংক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনকে কর অব্যাহতি সুবিধা দিয়ে বৃহস্পতিবার (১০ অক্টোবর) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপন প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপন অনুযায়ী গ্রামীণ ব্যাংক ও আস সুন্নাহ ফাউন্ডেশন ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর অব্যাহতি সুবিধা পাবে।

জাপনা গেছে, ১৯৮৩ সালে সামরিক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকে সবসময়ই কর অব্যাহতি সুবিধা পেয়ে আসছিল গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশের ৩৩ ধারার আওতায় এইা সুবিধা পেয়ে আসছিল গ্রামীণ ব্যাংক। পরবর্তীতে ২০১৩ সালে অধ্যাদেশকে আইনে পরিণত করা হলেও ওই ধারা অব্যাহত রয়েছে।

প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের আয়কর আইনের ৭৬-এর উপধারা (৫) এবং (৬)-এর বিধানাবলী পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর থেকে অব্যাহতি দেওয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।

এছাড়াও ২০২৯ সালের জুন পর্যন্ত দানকৃত আয় থেকে কর অব্যাহতি দেওয়া হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনকে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলসহ যাবতীয় নিয়ম পরিপালন করে তবেই এ সুবিধা পাওয়া যাবে।

উল্লেখ্য, গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা থেকে শুরু করে থেকে দীর্ঘ ২৮ বছর গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, যিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান।

অন্যদিকে, সাম্প্রতিক বন্যার সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ তৎপরতা বেশ আলোচিত হয়। এটির প্রতিষ্ঠাতা ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। ২০১৭ সালে সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। আহমাদুল্লাহ সংস্থাটির চেয়ারম্যান। আস-সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশভিত্তিক একটি অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা, যারা শিক্ষা ও মানবকল্যাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

আস-সুন্নাহ ফাউন্ডেশন কর অব্যাহতি সুবিধা গ্রামীণ ব্যাংক

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর