Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাইয়ের হাতে বোন-ভাবী খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৪ ১৫:৩১

DSC_0183

মহেরপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোট ভাই মহিবুল ইসলাম ওহিদের ধারালো অস্ত্রের আঘাতে বোন জোসনা খাতুন (৬০) ও ভাবী জাকিয়া খাতুন (৪৫) খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বড় ভাই মো. জাহিদ (৫৫) ও আরেক বোন শামীমা খাতুন (৪৮)। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১১ টার দিকে গাংনীর শানঘাট দাড়িয়াপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জাকিয়া খাতুন গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও জোসনা খাতুন আলমডাঙ্গার বোয়ালমারী গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। হত্যায় অভিযুক্ত মহিবুল ইসলাম ওহিদ শানঘাট পল্লী উন্নয়ংন সংস্থা নামের একটি এনজিওর নির্বাহী পরিচালক।

পারিবারিক সুত্রে জানা গেছে, শানঘাট দাড়িয়াপাড়ার আজিজ ফরাজির ছেলে- জাহিদ ও মহিবুল ইসলাম ওহিদ। ওহিদ পৈত্রিক সম্পত্তির দেড় একর জমির পুকুর জবর দখল করে মাছ চাষ করে আসছিল। সকালে বিরোধপুর্ণ জমির পুকুর ভাগাভাগি নিয়ে  ঝগড়া হয়। বাকবিতণ্ডা এক পর্যায়ে ওহিদ ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন বোন জোসনা ও ভাবি জাকিয়া। আহত হন ভাই জাহিদ ও বোন শামীমা। ঘটনার পরেই ঘাতক ওহিদ ঘটনাস্থল থেকে সরে যায়। স্থানীয়রা আহত ভাই-বোনকে উদ্ধার করে প্রথমে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। পরে অবস্থার অবনতিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা, র‌্যাব ও গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাংনী থানার অফিসার (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

জমি সংক্রান্ত বিরোধ বোন-ভাবী খুন মহেরপুর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর