Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্য আকাশে নারীকে ‘শ্লীলতাহানি’, অভিযুক্ত গ্রেফতার

সারাবাংলা ডেস্ক
১২ অক্টোবর ২০২৪ ১৫:০৮ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৭

ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক নারী সহযাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ফ্লাইটটি নয়াদিল্লি থেকে দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর চেন্নাইয়ে যাচ্ছিল।

ইন্ডিগো এয়ারলাইন্স এখনও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

গতকাল শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাজেশ শর্মা।

গত ৯ অক্টোবর চেন্নাই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জয়পুর ও দিল্লি ঘুরে বাড়ি ফিরছিলেন ওই নারী। পুলিশের এক কর্মকর্তা এনডিটিভি’কে বলেছেন, অভিযুক্ত ওই ব্যক্তি নারী সহযাত্রীর পেছনের সিটে বসা ছিলেন। মাঝ আকাশে ফ্লাইটের মধ্যে তাকে অন্যায়ভাবে স্পর্শকাতর জায়গায় স্পর্শ করেছিল বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় পুলিশ ওই নারীকে লিখিত অভিযোগ দায়ের করতে সহায়তা করে এবং এরপরই তদন্ত শুরু হয়।

ইন্ডিগো এয়ারলাইন্স এখনও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

বাসস

সারাবাংলা/এসডব্লিউআর

ইন্ডিগো এয়ারলাইন্স ভারত

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর