Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, শরীরে জখমের চিহ্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৪ ১৪:৩৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে হাত-পা বাঁধা অবস্থায় মো. তারেক (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে পিটিয়ে জখম করার চিহ্ন রয়েছে।

শনিবার (১২ অক্টোবর) নগরীর পাহাড়তলী থানার রাণী রাসমনি ঘাট এলাকার আউটার লিংক রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারেক নগরীর কোতোয়ালী এলাকার বাসিন্দা।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ সারাবাংলাকে বলেন, ‘সকালে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সুরতহালে ওই ব্যক্তিকে পিটিয়ে জখম করার চিহ্ন পেয়েছি। শুক্রবার (১১ অক্টোবর) রাতের তাকে দুই হাত বেঁধে পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে মরদেহ ফেলে রেখেছে, এমনটা ধারণা করা হচ্ছে। থানায় নিহত তারেকের স্বজনরা এসেছেন। মামলা এখনও হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/আইসি/এসআর

চট্টগ্রাম মরদেহ উদ্ধার শরীরে জখমের চিহ্ন