লেবানন ছেড়ে সিরিয়ায় গেল ৭ হাজার লোক
১২ অক্টোবর ২০২৪ ১৩:৪১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৩:৫৩
গত ২৪ ঘন্টায় লেবানান থেকে প্রায় ৭ হাজার লোক সিরিয়ায় প্রবেশ করেছে।
শনিবার (১২ অক্টোবর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বিভাগ বিষয়টি জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রনালয়ের উপ-প্রধান ওলেগ ইগানসিয়ুক বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় আল-আরিদা, আল-জাওয়াশিয়ে, আল-দাবুশিয়ে, জিসার কামার এবং জায়দার ইয়াবুশ চেকপয়েন্ট হয়ে ৬ হাজার ৮৮৬ জন লেবানন থেকে সিরিয়ায় প্রবেশ করেছে।’
তিনি আরও বলেছেন, ‘সিরীয় কর্তৃপক্ষ ও রুশ পুনর্মিলন কেন্দ্র এক পুরুষ, দুই নারী ও সাত শিশুসহ মোট ১০ শরণার্থীকে আল-তানফ এলাকার রুকবান সীমান্ত অতিক্রম করতে সহযোগিতা করেছে।’
ইসরায়েলি বিমান হামলায় লেবাননে গত ২৪ ঘণ্টায় ৬০ জন নিহত এবং ১৬৮ জন আহত হয়েছেন। লেবাবনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১১ অক্টোবর) থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েল দক্ষিণ লেবাননে ৫৭টি বিমান হামলা চালিয়েছে। বৈরুতের উপশহর এবং বেক্কা ভ্যালিকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানা গিয়েছে।
সারাবাংলা/এনজে