আজ দশমী পূজা, একদিন আগেই মর্ত্য ছাড়ছেন দেবী দুর্গা
১২ অক্টোবর ২০২৪ ১২:১৭ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৭
ঢাকা: শারদীয় দুর্গোৎসবে বিদায়ের সুর। দুর্গাপূজার আয়োজন যে শেষের পথে। পঞ্জিকামতে, এবার মহানবমী ও দশমী তিথি একই দিনে পড়েছে। নবমী বিহিত পূজা শেষে শনিবারই (১২ সেপ্টেম্বর) দশমী বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন।
শাস্ত্রমতে, নবমীতেই দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে বধ করেছিলেন মহিষাসুরকে। নবমীর সকাল তাই অশুভ শক্তি থেকে মুক্তির সকাল।
এ দিন সকাল ৬টা থেকে হয় নবমী বিহিত পূজা। ১০৮টি বেল পাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে দেওয়া হয় আহুতি।
গোপীবাগে রামকৃষ্ণ মিশনে সকাল ৮ টা ২৬ মিনিটে শুরু হয় নবমী পূজা। সকালে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে পূজায় অঞ্জলি নিতে হাজির হন ভক্তরা। অতিরিক্ত বৃষ্টির মধ্যে অনেককেই যানবাহনের জন্য দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে ঠিক সময়ে মণ্ডপেও পৌঁছাতে পারেননি।
গোপীবাগে রামকৃষ্ণ মিশনে মল্লিকা ঘোষ বলেন, পূজায় থাকার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু সকালের বৃষ্টিটা একদম বাধা দিলো। সময়মত পৌঁছানো গেল না।
একই মণ্ডপে পূজায় এসেছিলেন শোভা মিত্র। তিনি বলেন, এবার নবমী ও দশমী তিথি একই দিনে পড়ে যাওয়ায় পূজা একদিন আগে শেষ হচ্ছে। মাকে আজই বিদায় জানাতে হবে।
এদিকে পূজা শেষে দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এরপর প্রতিমা বিসর্জন। তবে আয়োজকরা বলছেন, শনিবার দশমী পূজা হয়ে গেলেও রোববারই করা হবে প্রতিমা বিসর্জন।
সারাবাংলা/জেআর/টিআর