ব্রাজিলের ঘুরে দাঁড়ানোয় স্বস্তিতে দরিভাল
১২ অক্টোবর ২০২৪ ১৩:০৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১৩:১০
বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের সময়টা একদম ভালো যাচ্ছে না। ধুঁকতে থাকা ব্রাজিল অবশেষে জয়ের দেখা পেয়েছে চিলির বিপক্ষে। পিছিয়ে পড়েও ৮৯ মিনিটের গোলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছেড়েছে সেলেসাওরা। চিলির বিপক্ষে জয়ের পর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলছেন, দলের এমন ঘুরে দাঁড়ানোয় স্বস্তি পাচ্ছেন সবাই।
লাতিন আমেরিকা বাছাইপর্বের পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে থেকে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। ম্যাচের ২ মিনিটের মাথায় গোল হজম করে তারা। তবে ৪৫ মিনিটে জেসুস ও ৮৯ মিনিটে হেনরিকের গোলে ২-১ ব্যবধানের স্বস্তির জয় পেয়েছে ব্রাজিল। এই জয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে তারা।
ম্যাচে ৭২ শতাংশ পজিশন ছিল ব্রাজিলের দখলে। গোল হজম করলেও পরের সময়টা বেশ দাপটের সাথেই খেলেছেন তারা। ম্যাচ শেষে তাই দরিভাল বলছেন, দলের এমন ঘুরে দাঁড়ানোতে খুশি সবাই, ‘দল যে পরিপক্কতা দেখিয়েছে এই ম্যাচে, সেটায় আমি খুশি। দলের মাঝে ভারসাম্য আছে। আমরা ভালো পাস দিয়েছি, উইংয়ে ভালো পারফর্ম করেছি। আমাদের যে ধাপে ধাপে উন্নতি হচ্ছে এটা সেটাই প্রমাণ করে।’
দায়িত্ব পাওয়ার পর দরিভাল বলেছিলেন, ২০২৬ বিশ্বকাপে ভালো করবে ব্রাজিল। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে কম সমালোচনা শুনতে হয়নি তাকে। চিলির বিপক্ষে ম্যাচ শেষে সেটা আবারও মনে করিয়ে দিলেন তিনি, ‘পারফরম্যান্সের ওঠা নামা থাকে। বিশ্বকাপ আসতে এখনো দুই বছর বাকি। আমাদের খেলার ধরনের পরিবর্তন এসেছে। দল গুছিয়ে আনতে সময় লাগবে। সময়টা সহজ হবে না, যাত্রাটাও কঠিন। তবে আমাদের ধৈর্য রাখতে হবে।’
বাছাইপর্বের পরের ম্যাচে আগামী ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।
সারাবাংলা/এফএম