Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেজা মাঠে খেলতেই চাননি মেসিরা!

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০২৪ ১১:৪৯ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১২:১৫

ভেনিজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মাঠের করুণ দশা। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলছেন, মাঠের অবস্থা দেখে তাদের মাঠেই নামতে ইচ্ছা হয়নি!

হারিকেন মিল্টনের জন্য আর্জেন্টিনা-ভেনিজুয়েলা ম্যাচ হওয়া নিয়েই ছিল শঙ্কা। বৃষ্টির কারণে পুরো মাঠেই জমে ছিল পানি। প্রায় আধ ঘন্টা পর খেলা শুরু হলেও মাঠের বিভিন্ন জায়গায় তখনও জমে ছিল পানি। আর এতেই নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারছিলেন না দুই দলের কেউই। বারবার বল আটকে যাচ্ছিল পানিতে। ফুটবলাররাও বহুবার পিছলে পড়েছেন এমন ভেজা মাঠে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে মেসি তার ক্ষোভ না লুকিয়ে বলেছেন, এমন মাঠ ফুটবল খেলার যোগ্য নয়, ‘এখানে খেলা খুবই কঠিন ছিল। খুব কুৎসিত একটা ম্যাচ হয়েছে। টানা দুই পাসও আমরা দিতে পারছিলাম না। মাঠে পানির জন্য বারবার বল থেমে যাচ্ছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা খেলতে পেরেছি। তবে এভাবে ফুটবল খেলা কঠিন। এভাবে তো খেলা যায় না। আমরা তেমন কোন সহায়তা পাইনি মাঠ থেকে।’

মেসির পাশাপাশি মাঠ নিয়ে ক্ষোভ জানিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও, ‘ফুটবল খেলার ন্যূনতম অবস্থাও ছিল না এই মাঠে। আমাদের যা করার দরকার সেটা আমরা করেছি। তবে এই মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের মতো গুরুত্বপূর্ণ খেলা আয়োজন করা উচিত হয়নি।’

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর