Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাস্কফোর্সের অভিযানে ৭ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৪ ২১:৪৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ২১:৪৮

নওগাঁ : নওগাঁয় বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযানে সাত ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে নওগাঁ পৌর বাজারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচ ইরফান উদ্দিন অভিযান পরিচালনা করেন।

এসময় টাস্কফোর্স নিত্যপণ্য সবজি, চাল, মাছ, ডিম, মুরগি ও মাংস বাজার তদারকি করেন, মূল্য তালিকা টানানোসহ ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখেন।

নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএইচ ইরফান উদ্দিন বলেন, ‘দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রন করার জন্য টাস্কফোর্সে অভিযান পরিচালনা। এসময় মূল্য তালিকা সঠিকভাবে না টানানো, যথাযথভাবে মূল্যতালিকা না লেখা ও সংরক্ষণ না করায় ৭জন ব্যবসায়ীর চার হাজার টাকা জরিমানা করা হয়। এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। বাজার নিয়ন্ত্রনে এ অভিযান অব্যহৃত থাকবে বলে জানান তিনি।’

অভিযানে নওগাঁ সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. বায়েজিদ আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব’র) জেলা সভাপতি আজাদুল ইসলাম, জেলা কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধি ও শিক্ষার্থীসহ অন্যান্য দপ্তরে কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

টাস্কফোর্সের অভিযান ব্যবসায়ীর জরিমানা