Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলায় পণ্ড সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৪ ১৯:৪৪

ঢাকা: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক পক্ষের ডাকা সংবাদ সম্মেলনে হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে আরেক পক্ষের লোকজন। শুক্রবার (১১ অক্টোবর) প্রেসক্লাবের তৃতীয় তলায় মাওলানা আকরাম খাঁ হলে এই হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন।

সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সৌরভ হোসেন বলেন, ‘ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের পাঠানো শতাধিক লোক হঠাৎ প্রেসক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়। এ সময় তারা কয়েকজনকে আহত করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আওয়ামী লীগের এনায়েত উল্লার পরিবর্তে সাইফুল ইসলামের লোকজন সারা দেশে সড়ক পরিবহনে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে কতিপয় মালিক আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়।’

এসএম সৌরভ হোসেন বলেন, ‘এতে তারা ক্ষিপ্ত হয়ে হামলার চালায়। জাতীয় প্রেসক্লাবের মতো মর্যাদাপূর্ণ স্থানে এমন ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এজেড/এসআর

সড়ক পরিবহন মালিক সমিতি সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর