‘কোথায় আমাদের থামতে হবে সেটা বোঝা উচিত’
১১ অক্টোবর ২০২৪ ১৮:৫৪ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৮
ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বা ভালোবাসার একটা সীমা আছে। কখনোই সে সীমা লঙ্ঘন করা উচিত নয়। কোথায় থামতে হবে সেটা আমাদের বোঝা উচিত।
শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজ কল্যাণ সংঘ কর্তৃক দূর্গাপূজা উপলক্ষ্যে স্থাপিত পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘অন্তর্বর্তী সরকার এবার দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছে, যাতে কেউ নাশকতা করার সাহস না পায়।’ এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ‘চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গেই আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা যেন সব ধর্ম চর্চার অধিকার বা স্বাধীনতার প্রতি সম্মান বজায় রাখি।’ হিন্দু ধর্মাবলম্বীদের দূর্গা পূজার শুভেচ্ছাও জানান উপদেষ্টা নাহিদ।
সারাবাংলা/জেআর/পিটিএম