মোহাম্মদপুরে ছুরিকাঘাতে নৈশ প্রহরী নিহত
১১ অক্টোবর ২০২৪ ১৪:৫৫ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৪:৫৮
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকায় ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৩৫) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সারে ১১টার দিকে মোহাম্মদপুর ঢাকা উদ্যান তিন নম্বর রোডে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।
মৃত রবিউল ইসলামের বোন নুরবানু জানান, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রামের মোঃ লোকমান মিয়ার ছেলে।
ঢাকা উদ্যানের সুপারভাইজার আব্দুল হান্নান জানান, গত ৩-৪ বছর যাবত রবিউল উদ্যানের নৈশপ্রহরীর হিসেবে চাকরি করে আসছিলেন। বুধবার (৯ অক্টোবর) রাতে ওই এলাকার মাদকাসক্ত ছিনতাইকারী সুজন একটি বাড়ি থেকে রড চুরি করার সময় তাকে ধরে ফেলে রবিউল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে যখন রবিউল ৩ নাম্বার রোডের গলিতে ডিউটিতে ছিল তখন সুজন ও দুই তিনজন রবিউলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত রবিউলকে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত করছে।
সারাবাংলা/এসএসআর/এনজে