হারিকেন মিল্টনে ১৬ প্রাণহানি, বিদ্যুৎহীন ৩০ লাখ পরিবার
১১ অক্টোবর ২০২৪ ১৪:৩৫ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৩
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত বুধবার আঘাত হানে হারিকেন ‘মিল্টন’। এতে এখন পর্যন্ত প্রাণহানি বেড়ে ১৬ জন হয়েছে। এছাড়াও আহত হয়েছেন বহু মানুষ।
বিধ্বংসী এই হারিকেনে ব্যাপক ক্ষতি হয়েছে আশেপাশের এলাকায়। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ব্যাহত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অনেকেই। তাদের উদ্ধারের কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফ্লোরিডার প্রশাসন।
ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিসের জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, হারিকেন হেলেন মাত্র দুই সপ্তাহ আগে আঘাত হেনেছিল ফ্লোরিডায়। এতে প্রাণহানি ঘটে শতাধিক মানুষের। এই পরিস্থিতি সেরে উঠার আগেই হারিকেন মিল্টন বুধবার আঘাত হানে। এর ফলে ৩০ লাখেরও বেশি বাড়ি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে একাধিক ঘরবাড়ির ক্ষতিগ্রস্থ হয়।
মিল্টন আঘাত হানার আগেই দক্ষিণ ফ্লোরিডায় ভারী বৃষ্টি এবং টর্নেডোর ফলে ক্ষতিগ্রস্ত হয় এলাকাটি। এরপরে মিল্টনের আঘাতে ক্ষয়ক্ষতি আরও বেড়ে যায়।
শহরে পানির সরবরাহ আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত পুনরুদ্ধার করার আশ্বাস দেওয়া হয়েছে।
সারাবাংলা/এসডব্লিউআর