চট্টগ্রামে দেবীরূপে পূজিত দুই কুমারী
১১ অক্টোবর ২০২৪ ১৪:০১ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৪:০৮
চট্টগ্রাম: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে চট্টগ্রামের এক মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার দুজন কুমারীকে পবিত্রতার প্রতীক হিসেবে মায়ের আসনে বসিয়ে মাতৃরূপে দেবীর আরাধনা করেছেন পূজার্থী ভক্তরা।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে নগরীর পাথরঘাটা শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দির পূজামণ্ডপে শাস্ত্রমতে কুমারী পূজা সম্পন্ন হয়েছে। নগরীসহ আশপাশের এলাকার শতশত ভক্ত-পূজার্থী কুমারী পূজা দেখতে মণ্ডপে জড়ো হয়েছিলেন।
মণ্ডপের প্রচার বিভাগ প্রধান দীপ্ত দত্ত সারাবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে নয়টায় শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজের পৌরহিত্যে কুমারী পূজা সম্পন্ন হয়। পূজারী ছিলেন রুবেল আচার্য্য, তন্ত্রধারে জুয়েল নাথ।’
শাস্ত্রের বিধান অনুযায়ী, বিভিন্ন বর্ণ ও গোত্রের এক থেকে ষোলো বছর বয়সী অজাতপুষ্প সুলক্ষণা কুমারীকে পূজা করার উল্লেখ আছে।
দুজন কুমারীর মধ্যে সেন্ট স্কলাস্টিকা স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র প্রীত ধর ও মেরণসান স্কুলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুভদ্রা বিশ্বাস পূজিত হয়েছেন। তাদের উভয়েরই বয়স ১০ বছর হওয়ায় তারা অপরাজিত নামে পূজিত হন।
পূজার্থীদের উদ্দেশে শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজ বলেন,
‘কুমারী আদ্যাশক্তি মহামায়ার প্রতীক। দুর্গার আরেক নাম কুমারী। মূলত নারীর যথাযথ মর্যাদায় অধিষ্টিত করতে কুমারী পূজা করা হয় । মাটির প্রতিমায় যে দেবীর পূজা করা হয়, তারই বাস্তবরুপ কুমারী পূজা। কুমারী প্রতীকে জগৎজননীর পূজায় পরম সৌভাগ্য লাভ হয়। এ রুপ কুমারী সমগ্র জগতের বাক্যস্বরুপা, বিদ্যাস্বরুপ। তিনি এক হাতে অভয় এবং অন্যহাতে বর প্রদান করেন।’
সারাবাংলা/আইসি/এনজে