ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী
১১ অক্টোবর ২০২৪ ১৩:২৩ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১৩:২৬
মানিকগঞ্জ: ডেঙ্গু প্রতিরোধে মানিকগঞ্জ শহরের খাল পরিস্কার কাজে অংশ নিয়েছে বিডি ক্লিনের সাড়ে ৩০০ স্বেচ্ছাসেবী সদস্য।
শুক্রবার (১১ অক্টোবর) মানিকগঞ্জ পৌরসভার আয়োজনে সকাল এগারোটা থেকে বিডি ক্লিনের সদস্যরা এই কার্যক্রমে অংশ নেয় ।
এর আগে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিডি ক্লিনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করেন।
বিডি ক্লিনের সদস্য শাকিল জানান, ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তারা আজ মানিকগঞ্জে খালটি পরিস্খার করে দিয়ে যাবে কিন্তু আগামীতে এটা পরিচ্ছন্ন রাখতে মানিকগঞ্জ বাসীকে উদ্যোগী হতে হবে। তিনি আরও জানান, সারা দেশে তাদের ৫৯টি সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানে তাদের ৪৬ হাজার একটিভ সদস্য রয়েছে।
মানিকগঞ্জ পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সানজিদা জেসমিন জানান, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে বিডি ক্লিনের সাড়ে ৩০০ সদস্য মানিকগঞ্জের এই খাল পরিস্কার কাজে অংশ নিয়েছে। তারা সম্পূর্ন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই পরিস্খার পরিচ্ছন্নতায় অংশ নিয়েছে।
সারাবাংলা/এনজে