রাজধানীতে ট্রাক ধাক্কায় যুবক নিহত
১১ অক্টোবর ২০২৪ ১২:৩৪ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ১২:৫০
ঢাকারাজধানীর এ্যালিফেন্ট রোডে ট্রাক ধাক্কায় মোটরসাইকেল আরোহী ফুয়াদ হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফুয়াদ মোহাম্মদপুরে আল নূর চক্ষু হাসপাতালের গাড়িচালক। তার বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। বাবার নাম বিল্লাল মৃধা।
নিহতের দুরসম্পর্কের আত্মীয় মাসুম মিয়া জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ডিউটি শেষ করে নিজের মোটরসাইকেল নিয়ে অফিস থেকে বাসায় ফেরার সময় নিউমার্কেট থানাধীন এ্যালিফেন্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে রাস্তায় একটি ট্রাক পেছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ফুয়াদ ছিটকে পড়ে ওই ট্রাকের নিচেই পিষ্ট হন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এনজে