Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির ফেরার ম্যাচে আর্জেন্টিনাকে রুখে দিল ভেনিজুয়েলা

স্পোর্টস ডেস্ক
১১ অক্টোবর ২০২৪ ০৬:৫১ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৫

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভেনিজুয়েলার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ইনজুরি কাটিয়ে লিওনেল মেসির ফেরার ম্যাচে জিততে পারল না বিশ্বচ্যাম্পিয়নরা। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ভেনিজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এই ড্রয়ের পরেও লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষেই রইলেন মেসিরা।

হারিকেন মিল্টনের জন্য ম্যাচের ভেন্যুতে কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি। ম্যাচের দিনেও মাঠে পানি জমে থাকায় পিছিয়ে দেওয়া হয়েছিল ম্যাচ শুরুর সময়। শেষ পর্যন্ত ৩০ মিনিট দেরিতে শুরু হয় ম্যাচ। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া ইনজুরি কাটিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি।

বিজ্ঞাপন

ম্যাচের মাত্র ১৩ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। নিকোলাস ওটামেন্ডির গোলে লিড পায় তারা। মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিয়েছিলেন কিপার। সেখান থেকে পাওয়া বলেই গোল করেন ওটামেন্ডি। গোল হজমের পর অবশ্য ম্যাচে ফেরার জন্য মরিয়া বেশ কয়েকবার আক্রমণ চালিয়েছে প্রতিপক্ষের রক্ষণভাগে। ২১ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেছে ভেনিজুয়েলা। তিন মিনিট পরেই অল্পের জন্য গোল মিস করেন রন্ডন। দুই মিনিট পর আবার গোল মিসের হতাশায় পুড়তে হয় রন্ডনকে। আর কেউ গোল না পাওয়ায় এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনাকে আরও চাপে রেখেছে ভেনিজুয়েলা। তবে কিছুতেই যেন গোলের দেখা পাচ্ছিলেন না তারা। ৬২ মিনিটে লিড দ্বিগুণের সুযোগ নষ্ট করেন ডি পল। ৬৫ মিনিটে অবশেষে ম্যাচে সমতা আনে ভেনিজুয়েলা। সোতেলদোর অ্যাসিস্টে দারুণ এক গোলে ভেনিজুয়েলাকে আনন্দে ভাসান রন্ডন। কয়েক মিনিট পরেই ভেনিজুয়েলাকে লিড এনে দিতে পারতেন তিনি, তবে অল্পের জন্য গোল মিস করেছেন।

বিজ্ঞাপন

৭৫ মিনিটে মেসির দারুণ এক ফ্রি কিক বাঁচিয়ে দেন ভেনিজুয়েলা কিপার। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়েই খুশি থাকতে হয় দুই দলকে। এই জয়ে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল আর্জেন্টিনা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ৭ম স্থানে আছে ভেনিজুয়েলা।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা ভেনিজুয়েলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর