Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০০ স্তন ক্যান্সার রোগীর চিকিৎসা প্রতিকী মূল্যে

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ১৮:২৬

ঢাকা: স্তন ক্যান্সারে আক্রান্ত দেশের ১০০ রোগীকে প্রতিকীমূল্যে চিকিৎসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও কয়েকটি সংগঠন।

ক্যান্সারের ঔষধ বিনামূল্যে হাসপাতাল থেকে সরবরাহ করা যায় কিনা সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে ভাবা হচ্ছে। আর ক্যান্সারের সকল ওষধ ট্যাক্স ফ্রি করার উদ্যোগ নেওয়া হতে পারে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দিবসটির এ বছরের প্রতিপাদ্য- ‘স্তন ক্যান্সার- চাই দ্রুত নির্ণয়, পরিপূর্ণ চিকিৎসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন জনস্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ড. হালিদা হানুম আখতার, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল, ফোরামের সমন্বয়কারী ও সিওসি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মোছাররত সৌরভ, সিনিয়র স্বাস্থ্য প্রতিবেদক ও বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য শাহনাজ পলি, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাশহুদা শেফালী, সিওসি ট্রাস্টের সম্পাদক ও ট্রাস্টি ইকবাল মাহমুদ, নারীপক্ষের ও জাতীয় পুরষ্কারপ্রাপ্ত চলচ্চিত্রকার মশিহ উদ্দিন শাকের।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. সায়েদুর রহমান বলেন, ‘ক্যান্সারের ঔষধ বিনামূল্যে হাসপাতাল থেকে সরবরাহ করা যায় কিনা সেই ব্যপারে আমরা দেখি কিছু করা যায় কিনা এবং এটা রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যেই পরে। একইসঙ্গে ক্যান্সারের সকল ঔষধ ট্যাক্স ফ্রি করার কথাও ভেবে দেখার সময় এসেছে, আশা করছি আগামী বাজেটের আগেই এ ব্যপারে আমরা কিছু করতে পারবো।

সূচনা বক্তব্যে ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন স্তন ক্যান্সার সচেতনতা দিবস পালনের উদ্দেশ্য, ফোরাম প্রতিষ্ঠা এবং এ বছরের প্রতিপাদ্য বিশ্লেষণ করেন। তিনি জানান, ১২তম বারের মত দিবসটি পালিত হচ্ছে। এ বছর স্তন ক্যান্সার দ্রুত নির্ণয় ও পরিপূর্ণ চিকিৎসার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে।
কারণ হিসেবে তিনি বলেন, ‘অনেক রোগীর ক্যান্সার নির্ণীত হওয়ার পরও অসচেতনতা, অজ্ঞতা ও আর্থিক অস্বচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারেন না। অনেকেই আংশিক চিকিৎসার পর চিকিৎসায় বিরতি দেন বা দিতে বাধ্য হন। ফলে ক্যান্সার আরও বিপদজনকভাবে ফিরে আসতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি। একই সঙ্গে চিকিৎসা সুবিধা ভৌগলিক ও অর্থনৈতিকভাবে সবার নাগালের মধ্যে আনাও জরুরি। আগামি এক বছর ফোরাম এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করে যাবে। পাশাপাশি দরিদ্র স্তন ক্যান্সার রোগী, যারা অর্থাভাবে অপারেশন করাতে পারছেন না, মাত্র পাঁচ হাজার টাকার প্রতীকী খরচে একশ’জন রোগীকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে দক্ষ ক্যান্সার সার্জন দিয়ে অপারেশন করিয়ে দেয়ার উদ্যোগ নিয়েছে ফোরাম ও এর বিভিন্ন সদস্য সংগঠন।

এর আগে, দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের চার দিকে প্রতীকী গোলাপি সড়ক শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আন্তর্জাতিক সংগঠন আইএআরসি’র গ্লোবক্যান ২০২২ এর অনুমিত হিসেব অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশে ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন এবং মারা যান প্রায় ৬ হাজার। নারীদের মধ্যে এই ক্যান্সারের স্থান শীর্ষে।

সারাবাংলা/ইএইচটি/ এসডব্লিউআর

চিকিৎসা স্তন ক্যান্সার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর