ময়মনসিংহে বন্যার্তদের জন্য সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ১৬:৩২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৬:৩৩
১০ অক্টোবর ২০২৪ ১৬:৩২ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৬:৩৩
ময়মনসিংহ: হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় বন্যার্তদের চিকিৎসার্থে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে সদর দপ্তর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এর ব্যবস্থাপনায় এবং ৪০৩ ব্যাটেল গ্রুপ আয়োজিত ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে হালুয়াঘাটের পাঁচ শতাধিক দরিদ্র-দুঃস্থদের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।
এছাড়া ৪০৩ ব্যাটেল গ্রুপ এক হাজার ৬০০ পরিবারকে ত্রাণ সামগ্রী দিয়েছে। খাদ্য, পানি, ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের মাধ্যমে বন্যার্তদের পাশে রয়েছে বাংলাদেশ সেনাবহিনী।
সারাবাংলা/এসডব্লিউআর