বাইডেন-নিয়াহুর ৩০ মিনিটের ফোনালাপে যা ছিল
১০ অক্টোবর ২০২৪ ১৭:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:২৯
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুল প্রত্যাশিত ফোনালাপ করেছেন। আগস্টের পর এই প্রথম তারা ফোনে কথা বললেন।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার (৯ অক্টোবর) ফোনে ৩০ মিনিট আলাপ করেছেন তারা। ধারণা করা হচ্ছে, ইরানের হামলার প্রতিক্রিয়ায় সম্ভাব্য ইসরায়েলি হামলা নিয়ে কথা বলেছেন বাইডেন ও নেতানিয়াহু।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, “আলোচনাটি ‘সরাসরি ও অত্যন্ত ফলপ্রসূ’ ছিল।” তিনি এটিও স্বীকার করেন, দুই নেতার মধ্যে মতবিরোধ ছিল এবং তারা সেগুলো নিয়ে আলোচনা চালিয়ে যেতে উন্মুখ।
হোয়াইট হাউজ বলছে, দুই নেতার এই ফোনালাপে যোগ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও।
হোয়াইট হাউজের বিবৃতিতে থেকে জানা যায়, বাইডেন ইসরায়েল ও ইরানের মধ্যকার উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন। তবে প্রশাসন এখনো ইরানের তেল বা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার অনুমোদন দেয়নি।
আলোচনায় লেবাননে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলের দক্ষিণ লেবাননে অভিযান এবং সেখানে প্রাণহানির ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট গাজায় ইসরায়েলি হামলা ও মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলতে আহ্বান জানান।
এর পরেই এক বক্তৃতায় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘ইরানের বিরুদ্ধে তাদের হামলা হবে মারাত্মক, সুনির্দিষ্ট এবং সর্বোপরি বিস্ময়কর।’
ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সাংবাদিকদের বলেছেন, ‘দুই নেতা ফোনে একটি ইতিবাচক আলাপ করেছেন এবং আমরা যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রশংসা করেছি।’
সারাবাংলা/এইচআই/পিটিএম