হাসপাতাল থেকে নবজাতক চুরি, আটক নানা-নানি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ১৬:১০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৭:৪৪
১০ অক্টোবর ২০২৪ ১৬:১০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৭:৪৪
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকটির নানা-নানিকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) রাতে রামেকে এ ঘটনা ঘটে। নবজাতকের বাবার নাম সুমন মিয়া। তাদের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রামেক হাসপাতালে ২২ নম্বর ওয়ার্ডে শিশুটির জন্ম হয়। জন্মের পর ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় নবজাতককে নিয়ে চিন্তিত ছিলেন মা। বুধবার অজ্ঞাত এক নারী মাস্ক পরা অবস্থায় ওই নবজাতকের ভালমন্দ বিষয়ে খোঁজ নিলে বাচ্চার মা ওই নারীকে সমস্যার কথা জানান। তখন ওই নারী বাইরের একটি ক্লিনিকে বাচ্চাকে নিয়ে গেলে সে ভালো হয়ে যাবে জানালে নবজাতকের নানি ওই নারীর সঙ্গে যোগাযোগ করতে থাকেন।
নবজাতকের মা মনি খাতুন জানান, ওই নারী তার মাকে বলেন যে, তারা স্বেচ্ছাসেবী হিসেবে বাচ্চাদের চিকিৎসা ও টাকা-পয়সা দিয়ে সাহায্য করেন। বুধবার বিকেল ৪টার দিকে তার মা রুমি বেগম বাচ্চাটিকে কোলে নিয়ে বাইরে নিয়ে গিয়ে অজ্ঞাত ওই নারীর কোলে তুলে দেন। এর পর থেকেই বাচ্চার আর সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘আটকের বিষয়টি সেরকম না। তাদের কথাবার্তা সন্দেহজনক ছিল। ওই নারীর কাছ থেকে তারা কিছু টাকাও নিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
ওসি বলেন, ‘শিশুর বাবা এলে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। এই জন্য নানা-নানিকে থানায় রাখা হয়েছে। রাত চারটা পর্যন্ত তিনি থানায় ছিলেন। তখন পর্যন্ত শিশুটির বাবা আসেননি। বাচ্চার বাবা থানায় এলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’
সারাবাংলা/এনজে/পিটিএম