Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ চিকিৎসকসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১০ অক্টোবর ২০২৪ ১৪:২৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ১৪:৪০

বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের শহর দেরদঘিয়ায় পাঁচ চিকিৎসকসহ ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনের অধিক।

লেবাননের সিভিল ডিফেন্সের এক বিবৃতিতে জানা যায়, বুধবার গভীর রাতে দেরদঘায়া শহরের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় তাদের পাঁচ কর্মী নিহত হয়েছেন। নিহতরা জরুরী স্বাস্থসেবার জন্য নিযুক্ত ছিলেন।

বিবিসির তথ্যমতে জানা যায়, হামলায় নিহতদের অনেকের দেহের ছিন্নভিন্ন হওয়ায় ডিএনএ এর মাধ্যমে পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হচ্ছে।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহরকে লক্ষ্যবস্তু দাবি করে লেবাননে বিমান হামলা চালায় ইসরায়েল। যার ফলে এক হাজার ৩২৩ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এ ছাড়া আহত হয়েছেন তিন হাজার ৭০০ জনের বেশি মানুষ। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখের বেশি।

সারাবাংলা/এনজে

ইসরায়েলি হামলা লেবানন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর