Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা টিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৪ ১২:১১ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ২০:০৪

ময়মনসিংহ: যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চীফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর সন্ত্রসী হামলা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিংএ রেলওয়ে নিউ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আলিফ ইমরান (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক আলিফ ইমরান নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।

হোসাইন শাহীদ মোটরসাইকেল পিছিয়ে দিয়ে তাকে পথে দিয়ে দেয়। যুবকের সাথে থাকা সঙ্গী মেয়েকে নিয়ে সজোরে মোটরসাইকেল টেনে চলে যায়। পঞ্চাশ গজ দুরে গতিরোধকে ধাক্কা দিলে পিছনে থাকা সঙ্গী মেয়েটি উল্টে পড়ে যায়।

ভূক্তভোগী হোসাইন শাহীদ বলেন, সংবাদ সংগ্রহের কাজে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন এবং আমি মোটরসাইকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিং নিউ কলোনি কাছে পৌছালে আলিফ নামের এক যুবকের মোটরসাইকেলের সঙ্গে আমাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে আলিফ ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, প্রথমে রেল লাইনের পাথর দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন উপর চড়াও হয়। এসময় ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এক পর্যয়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয় ও পিটিয়ে তার ডান হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদের হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবককে আটক করে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, হামলাকারিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বিজ্ঞাপন

এঘটনায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ শাখা সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, ময়মনসিংহ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি শেখ মহিউদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ আতাউর রহমান জুয়েল, কাজী মোহাম্মদ মোস্তফা, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি হারুনুর রশিদ, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম সভাপতি রাকিবুল হাসান রুবেল, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি নুরুজ্জামানসহ বিভিন্ন সাংবাদিক নের্তৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানান এবং দোষিদের শাস্তি দাবি করেন।

সারাবাংলা/এমপি

সাংবাদিক হামলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর