বৈষম্যবিরোধী আন্দোলনে আহত যুবকের মৃত্যু
১০ অক্টোবর ২০২৪ ০১:২৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ ০২:০৩
ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন চলাকালে ৫ আগস্ট ঢাকার গুলিস্তানে লাঠির আঘাতে আহত রমজাম মিয়া জীবন (২৬) নামে এক যুবক মারা গেছে।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জীবনের মামা মো. রোকন জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাঠানবাড়ি গ্রামে। তিনি বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশনের লালমাটিয়া এলাকায় স্ত্রী সাহারা খাতুনকে নিয়ে থাকতো। তার স্ত্রী ছয়মাসের অন্তঃসত্ত্বা। জীবন জুতার কারখানায় কাজ করতো।
তিনি আরও জানান, গত ৫ আগস্ট ঢাকার গুলিস্তান এলাকায় মিছিলে যায় জীবন। সেখানে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে লাঠির আঘাতে আহত হন তিনি। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেদিনই তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি নেওয়া হয়। সেখানেই আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম