Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্গাপূজার ছুটিতে বন্ধ থাকবে বিএসএমএমইউয়ের আউটডোর

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ২৩:২৬

ঢাকা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আউটডোরসহ কিছু সেবা।

বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১২ অক্টোবর ও ১৩ অক্টোবর ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটির এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, হাসপাতালের বহির্বিভাগ, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস ও পিসিআর ল্যাব বন্ধ থাকবে।

তবে প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল ও সুপার স্পেশালাইজড হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/এসবি/টিআর

দুর্গাপূজা পূজার ছুটি বিএসএমএমইউ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর