বন্যায় আড়াই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ১০ জনের মৃত্যু
৯ অক্টোবর ২০২৪ ১৬:৫৭ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৭:২৪
ঢাকা: পাহাড়ি ঢল ও বন্যায় উত্তরাঞ্চলের তিন জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই তিন জেলায় এখনো ৬৩ হাজার ১৭১ পরিবার পানিবন্দী। এতে মারা গেছেন ১০ জন।
বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় থেকে সংবাদ ব্রিফিং এ তথ্য জানানো হয়।
সেখানে আরও জানানো হয়, তিন জেলার ১৩টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্য ৭৩টি। ৩ জেলায় মোট ৬৩ হাজার ১৭১ টি পরিবার পানিবন্দি রয়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৩৯১ জন। বন্যায় শেরপুর জেলায় আটজন এবং ময়মনসিংহ জেলায় দু’জনসহ মোট দশজন মারা গেছে। (আটজন পুরুষ ও দু’জন নারী)।
শেরপুর জেলায় নিহতদের নাম- ইদ্রিস আলী (৬৫), জহরা (৭০), আমিজা খাতুন (৪৫), মো. হাতেম আলী (৩০), আলমগীর হোসেন (১৬), জিমি (৮), আব্দুর রাজ্জাক (৫২) ও রাহিন (৫) এবং ময়মনসিংহ জেলায় নিহতদের নাম- আনোয়ার হোসেন (১৮) ও উজ্জল মিয়া (৩২)।
পানিবন্দি মানুষদের আশ্রয় দেওয়ার জন্য মোট ১৪০ টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয়কেন্দ্রগুলোতে বর্তমানে মোট ১ হাজার ৩৩৭ জন এবং ৫৬১টি গবাদি পশু রয়েছে। ৩ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ২০টি মেডিকেল টিম চালু রয়েছে বলে জানানো হয় সংবাদ ব্রিফিং এ।
সারাবাংলা/ জেআর/ এমপি