লেবানন থেকে দেশে ফিরতে আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর
৯ অক্টোবর ২০২৪ ১৫:২০ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৫:২৬
ঢাকা: লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসীদের আগামী ১১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। এ আবেদন করতে হবে দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। বুধবার (৯ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে বৈরুতে বাংলাদেশের দূতাবাস এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ‘স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসীদের প্রাথমিক তথ্য’ সংগ্রহ করা হচ্ছে। দূতাবাসের ফেসবুকে প্রদত্ত নির্ধারিত ফরম ডাউনলোড করে/হার্ডকপি সংগ্রহ করে আগামী ১১ অক্টোবর, রাত ১২টার মধ্যে পূরণকৃত ফরম জমা দিতে হবে।
আরো বলা হয়, চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী ব্যক্তি ও সামাজিক সংগঠনের সহায়তায় পরিচালিত বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো অথবা বৈরুতের দাওরায় ইসমাঈলের দোকান হতে ফরম সংগ্রহ এবং জমা করা যাবে। ই-মেইল নম্বর [email protected] এপূরণ করা ফরম পাঠানো যাবে।
উল্লেখ্য, দেশটিতে যুদ্ধের কারণে যে সকল প্রবাসী কর্মস্থল ও আবাসস্থল ত্যাগ করেছেন তাদের লেবানন প্রবাসী বিভিন্ন বাংলাদেশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় করে নিরাপদ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এখনও কেউ আশ্রয়কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে পৌঁছাতে না পারলে অথবা অন্য যে কোনো প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯, হট লাইন-৭০৬৩৫২৭৮ এবং হেল্প লাইন- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস।
সারাবাংলা/জেআর/এসআর