Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস চাপায় নারী নিহত, সহকর্মীদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৪ ১৫:১৮ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৭:৩৬

ঢাকা: রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে তাসলিম জাহান আইরিন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (৯অক্টোবর) সকাল ৯ টার সময় বাড্ডা প্রগতিস্মরনী পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বাড্ডায় প্রগতি সরণি  এলাকায় আকাশ পরিবহনের বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত আইরিন নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন। ঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের সহকর্মীরা। এতে বাড্ডা থেকে মালিবাগ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পরে যান চলাচল স্বাভাবিক হয়।

সারাবাংলা/এসএসআর/ এনজে

দুর্ঘটনা নারী

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর