রাজশাহীতে আ. লীগ কর্মীর মরদেহ উদ্ধার
৯ অক্টোবর ২০২৪ ১৩:৪৯ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ১৩:৫৭
রাজশাহী: মোহনপুর উপজেলার পটলক্ষেত থেকে আওয়ামী লীগ কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) সকাল সাতটার দিকে কেশরহাট পৌরসভার মগরাবিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃতের নাম শাহাবুল ইসলাম (৪২)। তিনি পৌর এলাকার মোল্লাপুকুর গোপাইল গ্রামের জেহের আলীর ছেলে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ ছিলেন শাহাবুল ইসলাম। সারাদিন বাড়িতে না গেলে পরিবারের সদস্যরা তার খোঁজ শুরু করেন। বুধবার (৯ অক্টোবর) সকালে এলাকার জমিতে শাহাবুলের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে, তিনি কীটনাশক পান করেছিলেন। তার মরদেহ রামেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য থানায় মামলা দায়ের করা হবে।
সারাবাংলা/এনজে