Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়াল ৩৮ হাজার, মৃত্যু আরও ৫ জনের

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ২২:৪৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ২৩:২২

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করলেন ১৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৮১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে চলতি মৌসুমে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৩৮ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ৩৫ হাজার ২১২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) থেকে মঙ্গলবার (৮ অক্টোবর) পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ে ডেঙ্গু শনাক্ত ও ডেঙ্গুতে মৃত্যুর এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম।

অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮১ জনের মধ্যে পুরুষ ৬২১ জন, নারী ৩৬০ জন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ১৪৩ জন।

কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, খুলনা বিভাগে ৯৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া একই সময়ে রাজশাহী বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৯৩ জন, সিলেট বিভাগে চারজন ও রংপুর বিভাগে ৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিন হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ, ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। আর চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে ৫০ দশমিক ৩ শতাংশ নারী, ৪৯ দশমিক ৭ শতাংশ পুরুষ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/টিআর

ডেঙ্গু ডেঙ্গুতে আক্রান্ত স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর