নতুন মন্ত্রিপরিষদ সচিব মাউশির শেখ আব্দুর রশিদ
৮ অক্টোবর ২০২৪ ২২:৩০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪০
ঢাকা: নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। দুই বছরের জন্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব পদে মাহবুব হোসেনের স্থলাভিষিক্ত হবেন শেখ আব্দুর রশিদ। মাহবুব হোসেন ২০২৩ সালের ৩ জানুয়ারি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী, ড. শেখ আব্দুর রশিদকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর বা যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কাজের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসক হিসেবে কাজ করেছেন তিনি। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদেও দায়িত্ব পালন করেছেন। পল্লী উন্নয়ন একাডেমি, সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অনুষদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
শেখ আব্দুর রশিদ জননিরাপত্তা বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, কৃষি মন্ত্রণালয় ও পরিকল্পনা বিভাগের উপসচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান আমদানি-রফতানি নিয়ন্ত্রক ছাড়াও পেট্রোবাংলার চেয়ারম্যান ও জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োজিত ছিলেন। সবশেষ গত ১৮ আগস্ট তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগ দেন।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের বিদায়ী সচিব মাহবুব হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে কাজ করেছেন তিনি। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপ্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও দায়িত্ব পালন করেছেন।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০২২ সালের ১ জানুয়ারি পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ছিলেন তিনি। এরপর ২০২২ সালের ২ জানুয়ারি থেকে এক বছর তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ছিলেন। সবশেষ মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে ২০২৩ সালের ৩ জানুয়ারি এ পদে যোগ দেন তিনি। তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল হবে।
সারাবাংলা/টিআর