Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্দরে কনটেইনার পরিবহনে নিবন্ধনহীন ১০ গাড়ির জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ২০:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কনটেইনার পরিবহনে নিয়োজিত নিবন্ধনহীন দশটি ভারি যানবাহনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। গাড়িগুলো আওয়ামী লীগ সরকারের আমলের ‘ক্ষমতাধর’ বার্থ অপারেটর হিসেবে পরিচিত রুহুল আমিন তরফদারের মালিকানাধীন সাইফ পাওয়ার টেকের বিভিন্ন টার্মিনালে পণ্য পরিবহন করতো।

একই প্রতিষ্ঠানের পরিচালনায় থাকা আরও অন্তঃত ৬০টি নিবন্ধনহীন ভারি যানবাহন বন্দরের অভ্যন্তরে চলাচলের তথ্য পেয়েছে অভিযান পরিচালনাকারী সংস্থা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে নিবন্ধনহীন যানবাহনের বিরুদ্ধে জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) যৌথভাবে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু।

সংশ্লিষ্টরা জানান, অভিযানে বন্দরের অভ্যন্তরে বিভিন্ন কনটেইনার টার্মিনালে ৬০ থেকে ৭০টি নিবন্ধনহীন ট্রেইলরসহ বিভিন্ন ভারি যানবাহন পাওয়া গেছে। নিবন্ধন ছাড়াই সাইফ পাওয়ার টেকের নিয়ন্ত্রণাধীন টার্মিনালে এসব যানবাহন পণ্য পরিবহনের কাজে এতদিন যুক্ত ছিল। এর মধ্যে ১০টি ট্রেইলরের প্রত্যেকটিকে ৩০ হাজার টাকা করে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

সব গাড়িকে দ্রুততম সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে নিবন্ধনের আওতায় আনার নির্দেশনা দেয়া হয়েছে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান অপু জানিয়েছেন।

 

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম বন্দর জরিমানা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর