৬ মামলাতেই জামিন, সাবেরের মুক্তিতে বাধা নেই
৮ অক্টোবর ২০২৪ ১৯:৫৫ | আপডেট: ৯ অক্টোবর ২০২৪ ০০:২৯
ঢাকা: সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী পৃথক ছয়টি মামলায় জামিন পেয়েছেন। সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ আদেশ দেন।
সাবের হোসেন চৌধুরীর আইনজীবী মোরশেদ হোসেন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আর কোনো মামলায় না থাকায় তাকে গ্রেফতার দেখানো হয়নি। এখন যেকোনো সময় তিনি মুক্তি পেতে পারেন।
দুই বছর আগে রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষে বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় বিগত আওয়ামী লীগ সরকারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবের হোসেন চৌধুরী।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল (৭ অক্টোবর) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর তাকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশ আজ (৮ অক্টোবর) বিকেলে তাকে আদালতে হাজির করে জানায়, তিনি অসুস্থ। এরপর সাবের হোসেন চৌধুরীর আইনজীবীরা খিলগাঁও থানায় করা চারটি এবং পল্টন থানায় করা দুটি হত্যা মামলায় জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত পৃথক ছয়টি মামলায় তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রোববার সন্ধ্যায় সাবের হোসেন চৌধুরীকে গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
সারাবাংলা/কেআইএফ/এসআর