Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিপক্ষের হাতুড়িপেটায় ‘সন্ত্রাসী’ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৬:৫৬ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ১৯:১৭

যশোর: যশোরে হাতুড়িপেটায় গুরুতর আহত হয়েছিলেন ‘চিহ্নিত সন্ত্রাসী’ সাইফুল ইসলাম সাগর (৩৫)। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ হামলা করেছিল সাগরের ওপর।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজারসংলগ্ন ব্রিজের ওপর হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয় সাগরকে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত সাগর বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। ভাই আশরাফুল ইসলাম আকাশ তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সাগর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের রাজনীতিতেও যুক্ত ছিলেন। ১০-১২ দিন আগে একটি অস্ত্র মামলায় কারাগার মুক্তি পান সাগর।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের ওপর সাগরকে একা পেয়ে অতর্কিত হামলা করে তার প্রতিপক্ষ দলের দুর্বৃত্তরা। এ সময় দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করা হয় তাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাগরের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমপি

যশোর হত্যা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর