Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৪ ১৬:১৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ১৭:৫৭

খুলনা: খুলনায় মাদক মামলায় চার আসা‌মিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জ‌রিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম করাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৮ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সু‌মি আহমেদ এ রায় প্রদান করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধু‌রী রায়ের বিষয়টি নি‌শ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসা‌মিরা হলেন- বাগেরহাটের রামপাল নবাবপুর এলাকার মো. আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা গোলবুনিয়া এলাকার মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি ইউনিট অভিযান চালিয়ে নগরীর চাঁনমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

সারাবাংলা/ইআ

যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর