Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে সাকিবের প্রথম জয়

স্পোর্টস ডেস্ক
৮ অক্টোবর ২০২৪ ১২:১৭ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ১২:২০

টি-১০ লিগের প্রথম দুই ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেতে হয়েছিল সাকিব আল হাসানের দলকে। তৃতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেল সাকিবের লস অ্যাঞ্জেলস। আটালান্টা কিংসকে ৯ উইকেটে হারিয়েছে সাকিবের দল।

ডালাসে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিল আটালান্টা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৩৩ বলে ৮৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে বিশাল লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল দল। সাকিবের এক ওভারেই দুই চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

সাকিব ৩ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। স্যাম বিলিংসকে নিজের বলে নিজেই ক্যাচ ধরে সাজঘরে ফিরিয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে আটালান্টা।

জবাবে এই বিশাল লক্ষ্য সহজেই টপকে যায় লস অ্যাঞ্জেলস। রসিংটনের ১৮ বলে ৫২ ও ডেভিডের ১৯ বলে ৫৮ রানের সুবাদে ২ ওভার ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। সাকিবের আর তাই ব্যাটিংয়েই নামা হয়নি।

সারাবাংলা/এফএম

টি-১০ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর