কখন অবসরের ঘোষণা দিচ্ছেন মাহমুদউল্লাহ?
৮ অক্টোবর ২০২৪ ০৯:৪১ | আপডেট: ৮ অক্টোবর ২০২৪ ১৪:৫৮
মাহমুদউল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে সিরিজ শেষেই টি-২০ ক্রিকেটকে বিদায় বলছেন, এমন আভাস দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার গুঞ্জন উঠেছে, ভারতের বিপক্ষে ৯ অক্টোবর দ্বিতীয় টি-২০ এর আগেই অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজই তাই হতে যাচ্ছে রিয়াদের এই ফরম্যাটের শেষ সিরিজ।
সিরিজ শুরুর আগে শান্ত সংবাদ সম্মেলনে আভাস দিয়েছিলেন, টি-২০ থেকে অবসরের ব্যাপারে বোর্ড ও টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করবেন মাহমুদউল্লাহ। ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহর অবসর নিয়ে আলোচনা চলছে সেই টি-২০ বিশ্বকাপের সময় থেকেই। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরেছিলেন রিয়াদ।
দ্বিতীয় ম্যাচের আগে শোনা যাচ্ছে, সংবাদ সম্মেলনে এসে নিজেই অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ। তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ খেলেই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি।
২০০৭ সালে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-২০তে অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯ ম্যাচ খেলেছেন তিনি। এখন পর্যন্ত ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রিয়াদের রান ২৩৯৫, গড় ২৩.৪৮। অধিনায়ক হিসেবে এই ফরম্যাটে ৪৩টি ম্যাচে খেলেছেন তিনি। সেখানে ১৬ জয়ের বিপরীতে হেরেছেন ২৬ম্যাচে।
২০২১ সালে টেস্ট ফরম্যাটকে বিদায় বলেছিলেন মাহমুদউল্লাহ। টি-২০কে বিদায় বললে বাকি থাকবে শুধুই ওয়ানডে।
সারাবাংলা/এফএম