Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজার সংস্কারে বিশেষ টাস্কফোর্স গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৪ ২০:৫০ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৪:৪০

ঢাকা: পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান অনুযায়ী সুশাসন নিশ্চিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে।

সোমবার (৭ অক্টোবর) বিএসইসি‘র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঁচ সদস্যের টাস্কফোর্স কমিটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক পদে এর আগে নিয়োগ পেয়েও বিভিন্ন কারণে বাদ পড়েছেন এমন তিন জনকে রাখা হযেছে। তারা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, ডিএসইর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির সিনিয়র পার্টনার এ এফ এম নেসার উদ্দীন।

এ ছাড়াও, অপর দুই সদস্য হলেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিইসি বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আকবর এবং ঢাবির অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক আল-আমিন।

জানা গেছে, বিশেষ টাস্কফোর্সের ৫ সদস্যের মধ্যে প্রথম তিন জন যথাক্রমে মোহাম্মদ হেলাল উদ্দিন, কেএএম মাজেদুর রহমান ও এএফএম নেসার উদ্দিনকে সম্প্রতি ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বিএসইসি। তবে তারা স্টক এক্সচেঞ্জটির পর্ষদে অযোগ্য হয়ে পড়ায় যোগদানের আগেই বাদ পড়েন। কিন্তু অজ্ঞাত কারণে এই তিন জনকে বিশেষ টাস্কফোর্সে রাখা হয়েছে।

গঠিত এ টাস্কফোর্স অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সবপক্ষের মতামত বিবেচনায় একটি যৌক্তিক সময়ে প্রস্তুতকৃত প্রতিবেদন (বিদ্যমান কাঠামো পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় সংশোধনী প্রস্তাব, প্রযোজ্য ক্ষেত্রে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের নিমিত্ত সুপারিশ প্রদান-সহ অন্যান্য বিষয়াদি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে হস্তান্তর করবে।

বিজ্ঞাপন

টাস্কফোর্সের কার্যালয় টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক নির্ধারিত হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ পুঁজিবাজারসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান যেমন- ডিএসই, সিএসই, সিডিবিএল, সিসিবিএল-সহ বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো এবং অন্যান্য পক্ষ টাস্কফোর্সের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহসহ সব ধরণের সহযোগিতা দেবে।

পরবর্তী সময়ে কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে টাস্কফোর্সের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবে। এর অধীনে বিভিন্ন ইস্যুভিত্তিক ফোকাস গ্রুপ থাকবে। প্রতিটি ফোকাস গ্রুপ নির্দিষ্ট বিষয়ে কাজ করবে এবং সংশ্লিষ্ট বিষয়ে টাস্কফোর্সকে সুপারিশ প্রদান করবে। উল্লেখ্য, কমিশন অবহিত করে টাস্কফোর্স উপযুক্ত ব্যক্তি বা ব্যক্তিদের সমন্বয়ে ফোকাস গ্রুপ গঠন করবে।

টাস্কফোর্স গঠন

বাংলাদেশের পুঁজিবাজারের সার্বিক উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি, পুঁজিবাজারের আন্তর্জাতিক মানের সুপারিশ অর্জনের লক্ষ্যে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পুঁজিবাজারের অংশীজনদের বিভিন্ন প্রতিষ্ঠানের সংগঠন ডিবিএ, বিএমবিএ, এসিআরএবি, বিএপিএলসি), অর্থনীতিবিদ, পেশাদার (চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড সেক্রেটারি প্রভৃতি), বিনিয়োগকারী ইত্যাদি ব্যক্তিবর্গের সুচিন্তিত মতামত ও সুপারিশের ভিত্তিতে বিএসইসি ‘পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স’ গঠন করেছে।

বিজ্ঞাপন

এই টাস্কফোর্সের মাধ্যমে বাজারের প্রধান প্রধান দিকগুলো বিশ্লেষণ প্রয়োজনীয় সংস্কার, পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা হবে। বর্তমান বাজারের চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই পুঁজিবাজার গঠনের জন্য এই টাস্কফোর্স অপরিহার্য।

সারাবাংলা/জিএস/পিটিএম

কমিশন গঠন টপ নিউজ পুঁজিবাজার সংস্কার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর