Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিভাসুতে ভিসি নিয়োগের আন্দোলনে শাটডাউন কর্মসূচি


৭ অক্টোবর ২০২৪ ২০:৫৮

চট্টগ্রাম: চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) থেকে উপাচার্য নিয়োগের দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে তালা দিয়ে দ্বিতীয়দিনের মতো শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) থেকে কর্মরত অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। রোববার (৬ অক্টোবর) থেকে শাটডাউন কর্মসূচি চলায় বন্ধ আছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ প্রায় সব দাপ্তরিক কার্যক্রম।

বিজ্ঞাপন

সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সাবেক শিক্ষার্থীরা যৌথভাবে এ সমাবেশে যোগ দেন। ‘আমাদের লক্ষ্য, ভিসি হোক যোগ্য’- স্লোগান দিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যায়।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খন্দকার মঈনুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের অগাধ বিশ্বাস ছিল সিভাসু থেকে ভিসি আসবে। কিন্তু যখন শুনতে পেলাম বাইরে থেকে শিক্ষক আসবে তখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা শিক্ষকরাও আজ আন্দোলনে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সিভাসুতে মোট পাঁচজন উপাচার্য নিয়োগ হয়েছেন। তার মধ্যে চারজনই ছিলেন সিভাসুর অধ্যাপক। সিভাসুতে বর্তমানে যারা কর্মরত আছেন তারা শিক্ষা, দেশে-গবেষণা, নেতৃত্ব ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং উপাচার্য হওয়ার যোগ্যতাসম্পন্ন।’

সিভাসুর সাবেক শিক্ষার্থী লিটন কুমার নাথ বলেন, ‘আমরা সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দাবি একটাই এবং সেটা হলো সিভাসু থেকে উপাচার্য চাই। ’

বিজ্ঞাপন

সোমবার (৭ অক্টোবর) বিকেলে সিভাসু থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ভারপ্রাপ্ত উপাচার্য মো. কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন সবাই। সেইসাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ভিসি সিভাসু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর