‘হিন্দুরা বাংলাদেশি, সংখ্যালঘু নয়’
৭ অক্টোবর ২০২৪ ১৯:১৫ | আপডেট: ৭ অক্টোবর ২০২৪ ১৯:৫৪
বাগেরহাট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেছেন, হিন্দুরা বাংলাদেশি, কোনো সংখ্যালঘু সম্প্রদায় নয়। স্বৈরাচারী হাসিনা সরকার হিন্দু সম্প্রদায়কে তাদের স্বার্থে ব্যবহার করেছে। তাদের ওপর নির্যাতন চালিয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সকল লোকদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত মোংলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শামিমুর রহমান শামীম বলেন, ‘কেউ হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর বা পূজামণ্ডপে হামলা করলে তাদের হাত ভেঙে দেওয়া হবে। দলীয় কেউ এর সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের ওপর যদি কেউ সংঘাত চালায় তাদের শক্ত হাতে প্রতিহত করার আহ্বান জানান তিনি ।
এ সময় মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, বাংলাদেশ মন্দির পুজা উদযাপন কমিটির মোংলা শাখার সভাপতি পলাশ দে, মোংলা কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক পান্না লাল দে, মোংলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট্রের পৌর শাখার সদস্য সচিব রাজিব নন্দী, মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। সারাবাংলা/এনজে/পিটিএম
সারাবাংলা/এনজে/পিটিএম