Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করাচিতে সন্ত্রাসী হামলায় চীনা নাগরিকসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
৭ অক্টোবর ২০২৪ ১৬:৩৬ | আপডেট: ৭ অক্টোবর ২০২৪ ১৯:১৫

করাচি বিমানবন্দরের কাছে সন্ত্রাসী হামলায় দুই চীনা নাগরিকসহ তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে।

রোববার (৬ অক্টোবর) রাতে পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে এ ঘটনা ঘটে। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিযোগ করা হয়েছে। হামলায় নিহতদের দু’জনের পরিচয় শনাক্ত হলেও অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, একটি তেলের ট্যাংক বিস্ফোরিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা কয়েকটি গাড়ি উড়ে যায়।

পাকিস্তানে চীনা দূতাবাস বলছে, সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের কনভয় লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

শহরের আশেপাশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা কর্মকর্তারা এবং দমকলকর্মীরা বিস্ফোরণের স্থানটি তদন্ত করছেন। পরে আহত ব্যক্তিদের সবাইকে জরুরি চিকিৎসার জন্য জিন্নাহ হাসপাতালে নেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে উন্নয়ন প্রকল্পের সঙ্গে জড়িত চীনা নাগরিকদের ওপর হামলা চালিয়ে আসছিল বিচ্ছিন্নতাবাদী বিএলএ। আজও তারা এই হামলার দায় স্বীকার করেছে।

সংগঠনটি বলছে, করাচি বিমানবন্দর থেকে আগত চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অন্য এক বিবৃতিতে তারা বলছে, এটি ছিল একটি আত্মঘাতী হামলা।

এদিকে, সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ মালির এলাকার এসএসপির কাছ থেকে এ ঘটনার বিস্তারিত তথ্য চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাদের সত্যতা যাচাই করতে হবে।’

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলাকে ‘জঘন্য কাজ’ বলে অভিহিত করেছেন। সেইসঙ্গে তিনি চীনা জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানে হাজার হাজার চীনা শ্রমিক রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বেইজিংয়ের বহু বিলিয়ন ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক করিডোর তৈরির সঙ্গে জড়িত।

সারাবাংলা/এইচআই/পিটিএম

চীনা নাগরিক নিহত

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর